গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র।
আজ দুপুর সংস্থার প্রধান কার্যালয়ে বিদায় সংবর্ধনা উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে পুলিশ সুপারের কর্মকালীন বাল্যবিয়ে, নাশকতা, জ্ঙ্গীবাদসহ জীবনযাত্রার নিরাপত্তা বজায় রাখায় পুলিশ সুপারকে অভিনন্ধন জানানো হয়। এসময় সংস্থার নির্বাহী প্রধান ও গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক এম. আবদুস সালামসহ ব্যবস্থাপনা টীমের কর্মীগণ উপস্থিত ছিলেন। পরে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।