স্টাফ রির্পোর্ট:
গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিপিএম কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ এর কনফারেন্স রুমে গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগীয় কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক এম. আবদুস্ সালামসহ জেলা, সদর ও পৌর পুলিশিং কমিটির সদস্যগণ উপস্থিত থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে দায়িত্বশীল এই পুলিশ সুপারকে বিদায়ী অভিনন্দন জানান। এসময় মতবিনিময়কালে বিদায়ী শুভেচ্ছায় পুলিশ সুপারের কর্মকালীন জেলায় মাদক, জুয়া, নাশকতা, অপরাধ নিয়ন্ত্রণসহ আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে তাঁর জীবনের উন্নতি ও সাফল্য কামনা করা হয়।