ওই রায় স্থগিত চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন। পাশাপাশি আবেদনকারীদের নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
আইনজীবীরা বলছেন, ফলে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল থাকছে এবং চ্যানেল তিনটির সম্প্রচারও চলবে।
আবেদনকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আদালত নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। আমরা রায়ের কপি পাওয়ার পর লিভ টু আপিল করব।’ ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে একটি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন। এরপর গত ২৯ জানুয়ারি দেয়া রায়ে চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ প্রশ্নে দেওয়া রুল খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া ওই রায় স্থগিত চেয়ে আবেদন করা হয় গত রোববার। সোমবার বিষয়টি চেম্বার বিচারপতির আদালতে ওঠে।