গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের চন্ডিপুর আইপিএম কৃষক সমবায় সমিতির উদ্যোগে ধানক্ষেতে পারচিং পদ্ধতিতে পোকাদমন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একে এম রুহুল আমিন গতকাল মঙ্গলবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাহেরা বানু,কৃষক আব্দুর রহিম সহ চন্ডিপুর গ্রামের কৃষক ও আইপিএম কৃষক সমবায় সমিতি সদস্যরা। বক্তরা বলেন, ফসলে অধিক হারে কীটনাশক ব্যবহারের ফলে মানবদেহে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এমতাবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় কীটনাশক পারিহার করে সকল কৃষককে পারচিং পদ্ধতিতে ফসলের ক্ষতিকারক পোকা দামন করতে হবে।