সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী মোড় এলাকায় রোববার সন্ধ্যায় একটি ট্রাক মটর সাইকেলকে ধাক্কা দিলে মটর সাইকেলের চালক শিক্ষক ফজলুল হক (৪৮) ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চণ্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রামের বাসিন্দা এবং সীচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।